কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮ একুশনিউজ২৪: নেত্রকোনা হাসপাতালে যাওয়ার পথে শিশুসহ নিহত হয়েছে ৩ জন। নেত্রকোনার কেন্দুয়া থেকে শিশুর চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে আসার পথে সড়ক দুর্ঘটনায় শিশুটিসহ তার পিতা ও মামা নিহত হয়। আজ রোববার বিকালে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার ডাউকিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার রুবেল মিয়া (৪০), তার চার বছরের শিশুপুত্র সাহরিয়ার এবং রুবেলের শ্যালক কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামের রফিকুল ইসলাম (২৭)। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান জানান, সিলেট থেকে ময়মনসিংহের মুক্তাগাছাগামী জালালাবাদ নামক একটি বাসের সাথে ডাউকিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়। কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর রুবেল ও তার শিশুপুত্র সাহরিয়ারও মারা যায়। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩