কবি বেলাল চৌধুরীর ইন্তেকাল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮ স্টাফ রিপোর্টার: চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি বেলাল চৌধুরী মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কিডনি জটিলতা, রক্তশূন্যতা ও থাইরয়েডের সমস্যা নিয়ে গত চার মাস ধরে অধ্যাপক ফিরোজ আহমেদ কোরেশীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন ৮০ বছর বয়সী বেলাল চৌধুরী। গত ১৯ এপ্রিল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরদিন নেওয়া হয় লাইফ সাপোর্টে। সর্বশেষ মঙ্গলবার বেলা ১২টা ১ মিনিটে লাইফ সাপোর্ট খুলে নেন চিকিৎসকরা। বেলাল চৌধুরীর ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী জানান, লাইফ সাপোর্ট খোলার আগেই তার বাবা মারা যান। উল্লেখ্য, ২০১৪ সালের ৯ মে কলকাতা সাহিত্য আকাদেমির এক অনু্ষ্ঠানে যোগ দেওয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বেলাল চৌধুরী । তখন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার কিডনিতে সমস্যা হয়েছে। /এমএম Comments SHARES জাতীয় বিষয়: একুশে পদককবি বেলাল চৌধুরীর ইন্তেকালবেলাল চৌধুরী