উৎসবমুখর পরিবেশে ভোলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে ভোলায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
আজ (২৯মার্চ) বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছ।

জেলেদের মাদক ও অপরাধমুলক কার্যকলাপ থেকে দুরে রাখতে বে-সরকারি উন্নয় সংস্থা কোস্টট্রাস্ট এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক কবির;র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: ফয়সাল, কোস্টট্রাস্ট সমন্বয়কারী মো: মিজানুর রহমান প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় ২০টি নৌকার ১০০জন ছেলে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। ব্যাতিক্রমী এই প্রতিযোগিতা দেখে হাজার হাজার মানুষ নদীর কিনারে ভীড় জমিয়েছিল।

Comments