আদালত গেটে তালা দিয়ে বর্জন কর্মসূচি পালন বিএনপিপন্থী আইনজীবিদের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮ একুশ ডেস্ক: আদালতের প্রবেশ মুখে তালা মেরে আদালত বর্জন কর্মসূচি পালন করছে বিএনপিপন্থী আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর কারাদণ্ড করার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয় গতকাল। আজ বুধবার সকালে বার ভবন থেকে আদালতের প্রবেশপথের ছোট গেটে (কলাপসিবল গেট) তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা। এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক সানাউল্লাহ মিয়া জানান, মঙ্গলবার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো তারই প্রেক্ষিতে এই বিক্ষোভ চলছে। দুপুর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার এই রায়ের পরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও বেআইনী রায়ের বিরুদ্ধে বুধবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: আদালত প্রবেশ মুখে তালা দিয়ে বর্জন কর্মসূচি পালন বিএনপিপন্থী আইনজীবিদের