আমেরিকার পথে পথে ফিলিস্তিনের পতাকা

শাহনূর শাহীন পৃথিবীর নজর এখন মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরপাড়ের অংশে। আরবের বিষফোঁরা অবৈধ ইসরাইল রাষ্ট্রের দম্ভ্য চূর্ণ হওয়ার অপেক্ষায় পৃথিবীর শান্তিকামী মানুষ। যুগের পর যুগ ফিলিস্তিনের ভূমি দখল করে বিষফোঁড়া হয়ে ইহুদি রাষ্ট্র কায়েম করেছে ইসরাইল। অন্যদিকে নিজ দেশে পরাধীন জীবনের লাঞ্চনা বয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা। ‘বারবার মরার চেয়ে একবার মরা ভালো’ যেন এমন মন্ত্রে উদ্দিপ্ত হয়ে মূহুর্মূহু রকেট হামলায় ফিলিস্তিনের যোদ্ধা দল হামাস কাপিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল রাষ্ট্রের ভেতর বাহির। দেশ ছেড়ে পালানোর লাইন ধরেছে লাখো ইসরাইলি। মিত্রদেশের এমন করুণ অবস্থায় পাশে দাঁড়িয়েছে মানবতার কথিত ফেরিওয়ালা গায়ক মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে মানবতার কথা … Continue reading আমেরিকার পথে পথে ফিলিস্তিনের পতাকা