ঘূর্ণিঝড় ‘তিতলি’ আঘাত হানবে ভারতে; সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮ একুশ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র গতিপথ পরিবর্তন হয়েছে। বাংলাদেশের উপকুল ছেড়ে ‘তিতলি’র গতিপথ এখন ভারতের উড়িষ্যা। বৃহস্পতিবার সকাল নাগাদ ভারতের উড়িষ্যা রাজ্যের গোপালপুরে এটি আঘাত হানতে পারে। তবে বাংলাদেশের ওপর সরাসরি ঘূর্ণিঝড় ‘তিতলি’র কোনো প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব হিসেবে বাতাস ও গুঁড়িগুঁড়ি বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারতে আঘাত হানলেও বৃহস্পতিবার ও শুক্রবার দেশের ওপর দিয়ে বাতাসের গতিবেগ বাড়বে। একইসঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতও বাড়বে। যা শনিবার কমার প্রবণতায় থাকবে। আবহাওয়াবিদ মো. আবদুর রহমান জানান, ঘূর্ণিঝড়টি ব্যাপক ক্ষমতাসম্পন্ন হলেও শঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা, বাংলাদেশে এটি সরাসরি আঘাত হানবে না। এটি প্রথমে বৃহস্পতিবার সকাল নাগাদ ভারতের উড়িষ্যা-অন্ধ্র প্রদেশে আঘান হানবে। এরপর শক্তিক্ষয় করে এটি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের ভেতরে খুলনা অঞ্চলে দুর্বল অবস্থায় আসবে শনিবার। এ সময় নিন্মচাপের কারণে আকাশ মেঘাছন্ন থাকবে। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: ঘূর্ণিঝড় ‘তিতলি’ আঘাত হানবে ভারতে; সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা