‘গল্পগুলোর মন ভালো নেই’ বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ এস এইচ শাকিল ২৬ ফেব্রুয়ারি (বুধবার) অমর একুশে বইমেলার বাংলানামা স্টলের (৫৬০) সামনে ‘গল্পগুলোর মন ভালো নেই‘ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এর আগে পুষ্পধারা প্রপার্টিজ লি. এর পৃষ্ঠপোষকতায় ‘বাংলানামা’ গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় ৩৬০ জন কবি, লেখক, সাহিত্যক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী লেখকদের বাছাই করা গল্পগুলো নিয়ে এই বইটি প্রকাশ করা হয়েছে। বইটি পড়লে জানা যাবে কেন ‘গল্পগুলোর মন ভালো নেই‘। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলানামার প্রকাশক, সাংবাদিক, লেখক হোসেন শহীদ মজনু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব এ্যাড. মনিরুজ্জামান (শাশ্বত মনির)। আরও উপস্থিত ছিলেন, শেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম, বাংলানামার প্রধান নির্বাহী গবেষক সাংবাদিক কবীর আলমগীর, ল্যান্ড কনসালটেন্ট বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজার ও কো-অর্ডিনেটর হারুন-অর-রশীদ, কবি সাংবাদিক সুমন রেজা, কবি ইউসুফ ইকবাল জুয়েল, সংগঠক কামরুজ্জামান, কবি সাজেদা আক্তার মিতা, ছড়াকার এম এ হাশেম, গল্পকার আবুল কালাম আজাদ স্বপনসহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শাশ্বত মনির পুষ্পধারা প্রপার্টিজ লি. এর পৃষ্ঠপোষকতায় ‘বাংলানামা’ যে গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে তার ভূয়সী প্রশংসা করে বলেন, লেখকদের উৎসাহ দিতে এ ধরনের আয়োজন খুবই জরুরী। এর মাধ্যমে লেখকরা বিশেষ করে নতুন প্রজন্ম লেখনির মাধ্যমে তাদের মেধাকে বিকশিত করার সুযোগ পাবে। এ ধরনের উদ্যেগে পুষ্পধারা সব সময় পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। ড. আব্দুল আলিম বলেন, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন বিনোদনের সহজলভ্যতা বই পড়ার অভ্যাসকে অনেকাংশে কমিয়ে দিয়েছে। তাই বইমেলায় প্রচুর ভিড় দেখা গেলেও ক্রেতার সংখ্যা খুবই কম। যেকারণে লেখক সমাজও লেখালেখিতে উৎসাহ হারিয়ে ফেলছেন। আর লেখক সমাজকে উৎসাহ দিতে ও পাঠক সমাজের মনোবল ফিরিয়ে আনতে পুষ্পধারার পৃষ্ঠপোষকতায় বাংলানামা যে গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে এর সাধুবাদ জানানোর কোন বিকল্প নেই। হোসেন শহীদ মজনু বলেন, বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও তথ্যবিচ্ছিন্ন, অসচেতন ও সংকীর্ণমনা হয়ে উঠতে পারে। তাই বই পড়ার অভ্যাস আবার ফিরিয়ে আনতে ও পাঠক সমাজকে লেখালেখিতে উৎসাহ দিতে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। Comments SHARES একুশে বইমেলা বিষয়: ‘গল্পগুলোর মন ভালো নেই’ বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে