ঢাকা, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

টেকনাফে মাটির ঘরে দেয়াল ধ্বস, মর্মান্তিক মৃত্যু গোটা পরিবারের

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩

এম.কলিম উল্লাহ, টেকনাফ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় অবিরাম বৃষ্টিতে মাটির ঘরের দেওয়াল চাপায় একই পরিবারের মা-মেয়ে ও ছেলেসহ ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

১৭ নভেম্বর দিবাগত রাত ৩ টায় হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মরিচ্যাঘোনা পানিরছড়া এলাকার ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

স্ত্রী সন্তানসহ গোটা পরিবার হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বয়োবৃদ্ধ ফকির মোহাম্মদ (৬০)।

ঘটনাস্থল পরিদর্শনে আসা হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গতকাল সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাত থেকে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে নির্মিত মাটির ঘরের দেয়াল ধসে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করে।

টেকনাফ মাটির দেয়াল ধ্বসে মৃত্যু

মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের সারিবদ্ধ লাশ

নিহতদের স্বজন হেলাল উদ্দিন জানান, ফকির মোহাম্মদ তার ঝুপড়ি ঘরে মাটির দেয়াল তুলেছিল। উপরে পলিথিন দিয়ে নির্মাণাধীন ঘরের মাঝখানে রাতে থাকতেন তারা। টানা বৃষ্টিতে দেয়াল ধ্বসে ঘুমন্ত অবস্থায় তারা মাটিচাপা পড়েন।

স্থানীয় ইউপি মেম্বার বশির আহমদ বলেন, ঘটনা জানার পর আশপাশের লোকজন এসে তাদের মাটিচাপা থেকে উদ্ধারকাজ শুরু করেন। সবাইকে বের করা গেলেও ঘটনাস্থলে সবাই মারা যান।

পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান জানান, সরকারি ব্যবস্থাপনায় তাদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

/একুশনিউজ/কেইউ/এসএস/

Comments

মতামত জরিপ

একুশ নিউজের নতুন ভার্সন আপনার কেমন লেগেছে?

এই বিভাগের সর্বশেষ