৪ কোটি শিশুর ওপর গবেষণা: ঝুঁকি এড়াতে দ্রুত বিয়ের পরামর্শ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৯ একুশে ডেস্ক: ৩৫ বছর বা তার পর বিয়ে করলে সন্তান জন্মগতভাবে সমস্যা নিয়ে আসবে বলে জানিয়েছেন গবেষকরা। তাই অনাগত সন্তানের জন্মগত ঝুঁকি এড়াতে পুরুষদের দ্রুত বিয়ের পরামর্শ দিয়েছেন তারা। সম্প্রতি চার কোটি শিশুর ওপর এক গবেষণা চালিয়ে গবেষকরা দেখেছেন, যেসব বাবা ৩৫ বছরে বিয়ে করেছেন তাদের সন্তানদের জন্মগত ত্রুটি বেশি। আর যারা ৪৫ বছরের বাবা তাদের ঝুঁকি আরো বেশি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক গবেষক মাইকেল এইজেনবার্গ বলেন, গবেষণায় দেখা গেছে, সুস্থ্য বাচ্চা নির্ভর করে বাবার বয়সের ওপর। যখন একজন বাবা পয়ত্রিশ বছর বয়সে বিয়ে করেন এবং বাচ্চা হয় তখন তার সন্তানের জন্মগত ঝুঁকি বেশি থাকে। তিনি আরো বলেন, বাবার বয়স যখন ৩৫ হয় তখন সন্তানের জন্মগত ঝুঁকি কিছুটা বাড়ে, আর যদি বাবার বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হয় তখন সন্তানের জন্মগত ত্রুটি অনেকগুণ বেড়ে যায়। প্রতি বছর একজন পুরুষের স্পামের পরিবর্তন দেখা যায়। গবেষণায় আরো দেখা গেছে, ৪৫ বছর বয়সে যেসব পুরুষ সন্তানের জনক হন তাদের প্রায় ১৪ ভাগ ইনটেনসিভ কেয়ারে ভর্তি হতে হয়। আর ১৮ ভাগ শিশু খিঁচুনিতে ভোগেন এবং ১৪ ভাগ কম ওজনে জন্ম নেয়। এফএফ Comments SHARES আইন-পরামর্শ বিষয়: