নতুন বর্ষের ছড়া ‘সালতামামি’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯ শাহনূর শাহীন সালতামামির খেরোখাতাহিসেব কষে শূন্য পাতযোগ বিয়োগে পাইআগে যেমন ভালো ছিলামএখন তেমন নাই। ভাবনাহীনা আপন মনেহারিয়ে যেতাম ক্ষণে ক্ষণেভবের খবর কইযখন তখন ঘুরতে যেতামসঙ্গে ছিলো সই। এখন কতো ভাবনা জাগেভাবনা দেখে গোস্মা রাগে ফুঁসে উঠি রোজহরহামেশাই ঘটছে ঘটনরাখছি ক’টার খোঁজ। গুম হয়েছে খুন হয়েছেপায়ের জুতা ক্ষয় হয়েছেপেলাম হাতে বাশউনিশ বর্ষে পা দিয়ে আজকী করিবো আশ? /এসএস Comments SHARES সাহিত্য বিষয়: