কর্মীদের দক্ষতা উন্নয়নে পুষ্পধারার ‘স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪ গ্রাহকদের উন্নত সেবাদানে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক সেমিনার করেছে দেশের আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টায় মালিবাগস্থ হোসাফ টাওয়ারের রাজবাড়ী কুইজিনে এই সেমিনারের আয়োজন করে আবাসন খাতের এই প্রতিষ্ঠানটি। সেমিনারে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির), ডিরেক্টর (মার্কেটিং এন্ড প্রকিউরমেন্ট) হাসিবুল হক মামুন, এক্সিকিউটিভ ডিরেক্টর আলী রেজা, এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ আসাদুজ্জামান শাহীন। এসময় তারা কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিবিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় পুষ্পধারার ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান শাশ্বত মনির বলেন, আবাসন খাতে আজ গ্রাহকের আস্থার নাম পুষ্পধারা প্রপার্টিজ লি.। এ অবস্থান একদিনে হয়নি। সকলের অক্লান্ত পরিশ্রম আর দক্ষ কর্মীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় পুষ্পধারা আজকের এই অবস্থানে এসেছে। আজকের এই প্রোগ্রাম আপনাদের দক্ষতাকে আরও বৃদ্ধি করবে এবং আপনাদের জীবনধারা বদলে দেবে বলে আমি আশা করি। হাসিবুল হক মামুন বলেন, দক্ষ কর্মীরাই একটি প্রতিষ্ঠানের চালিকা শক্তি। তাই তাদের দক্ষতা বৃদ্ধির জন্য পুষ্পধারা সর্বাত্মক সহযোগিতা করবে। যাতে তারা গ্রাহকদের উন্নত সেবা দিয়ে পুষ্পধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। আলী রেজা ও সৈয়দ আসাদুজ্জামান শাহীন একমত পোষণ করে বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নে কর্মীদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এসময় আরও উপস্থিত ছিলেন ল্যান্ড কনসালট্যান্ট বিডি লিমিটেড (এলসিবিএল) ম্যানেজার ও কো-অর্ডিনেটর হারুন অর রশিদ, পুষ্পধারার ডিজিএম (মার্কেটিং) মোহাম্মদ নাসির উদ্দিন খান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) সাকিব হোসেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জি. হাসিবুর রহমান সৌরভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) ইঞ্জি. রাজীব চন্দ্র দে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) নিলুফার ইয়াসমিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কমিউনিকেশন) মাসুমা আক্তার সুমা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কমিউনিকেশন) মাবিয়া আক্তার সনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মো. নেজাব উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) কে এম সাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মেহেদী হাসান খান, সিনিয়র এক্সিকিউটিভ (সেলস) খালিদ রহমান খুশবু, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জি. (সিভিল) শরীফ সালেহিন, আইটি অফিসার তৌহিদ সাগর, ডিজিটাল মার্কেটিং অফিসার জোবায়ের হোসেন, ডিজিটাল মার্কেটিং অফিসার রাশেদুল ইসলাম তুহিন, রাশেদা পারভীন ও ফরিদ মন্ডল। Comments SHARES অর্থ-বাণিজ্য বিষয়: পুষ্পধারাপুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডমুহাম্মদ মনিরুজ্জামানশাশ্বত মনিরহাসিবুল হক মামুন