পুষ্পধারার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘অবৈধ আবাসন প্রকল্প বন্ধ হচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের নজরে এসেছে। ওই সংবাদে অন্যান্য আবাসন কোম্পানির সঙ্গে পুষ্পধারার নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে। পুষ্পধারা আইন মেনে ব্যবসা চালিয়ে আসছে। কোম্পানির জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিবন্ধন ২০১৫/৬২। নবায়নের পর এটির নম্বর ২০২৪/১২। নবায়নকৃত নিবন্ধনের মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বলবৎ আছে। এছাড়া ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ৩১.০০.০০০০.০৪০.৪১.০৫১.২৩.২৬০/১(৭) নং স্মারক মূলে ভূমি মন্ত্রণালয় এবং ৫ নভেম্বর ২০২৪ তারিখে, ০৫.৩০.৫৯০০.৩০৩.২৪.০২৭.১৭-৮৮০ নং স্মারক মূলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন পুষ্পধারা প্রপার্টিজ লি. এর নামে আবাসিক প্রকল্পের ক্রয়কৃত জমি অকৃষি কাজে ব্যবহারের জন্য অনুমোদন দেয়। ব্যবসায়িক স্বচ্ছতা বজায় রাখতে পুষ্পধারা ২০২৩ সালের ২১ নভেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিবন্ধন পেতে আবেদন করে। আবেদনটি এখন পর্যবেক্ষণাধীন। এই অবস্থায় পুষ্পধারার বিরুদ্ধে প্রকাশিত তথ্য সঠিক নয়। এ ব্যাপারে ক্রেতা—গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। সৈয়দ আলীনূর ইসলাম ব্যবস্থাপনা পরিচালক পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড SHARES অর্থ-বাণিজ্য বিষয়: অ্যাডভোকেট মনিরুজ্জামানআবাসনপুষ্প ইকো সিটিপুষ্প হোমস লি.পুষ্পধারা প্রপার্টিজ লি.পুষ্পধারার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদমুহাম্মদ মনিরুজ্জামানশাশ্বত মনিরসৈয়দ আলীনূর ইসলাম