ভেনিসে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে মিছিল, সমাবেশ ekushnuews24.com ekushnuews24.com প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩ পলাশ রহমান, ইতালি প্রবাসী সাংবাদিক ইতালির ভেনিসে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে বিশাল মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার নারী পুরুষের মিছিল সমাবেশ থেকে ‘পালেস্তিনা লিবেরা’ বা ফ্রি প্যালেসটাইন বলে শ্লোগান দেয়া হয়। রোববার সকাল ১০টায় মেসত্রে ট্রেন স্টেশন থেকে শুরু হওয়া মিছিলটি ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র পিয়াচ্ছো ফেরেত্তোয় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। মিছিলটিকে কেন্দ্র করে শহরে যানজটের সৃষ্টি হয় এবং পুলিশ কড়া নিরাপত্তা বেস্টনি দিয়ে মিছিলটি ঘিরে রাখে। এ সময় শহরের বাসিন্দাদের বলতে শোনা যায়, স্মরণকালে তারা এই শহরে এতবড় মিছিল দেখেনি। প্রবাসী বাংলাদেশিরাও মিছিলে অংশ নেয় মিছিলে প্রায় দুই হাজার বাংলাদেশিসহ অন্যান্য মুসলিম অভিবাসীদের পাশাপাশি বহু ইতালিয় নাগরিককে অংশ নিতে দেখা যায়। তাদের অনেকেই গায়ে ফিলিস্তিনির পতাকা, শান্তির পতাকা জড়িয়ে, ফেস্টুন, প্লাকার্ড এবং পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছে। সমাবেশে বক্তারা ইতালিয় সরকারের কড়া সমালোচনা করে বলেন, ইতালি ক্যাথলিকদের তীর্থস্থান ভেটিকানের দেশ। মানবাধিকার যাদের কালচার, তারা কীভাবে দখলদান ইজরায়েলের পক্ষ নিতে পারে? তারা অবিলম্বে গাজায় গণহত্যার দায়ে ইজরায়েলের বিরুদ্ধে ইতালির জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান এবং যুদ্ধ বন্ধ করে, স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় ইউনিয়নে ভূমিকা রাখার আহবান করেন। প্রায় চার সপ্তাহ ধরে চলোমান ইজরায়েলি হামলা বন্ধ এবং গাজায় মানবিক সাহায্য পাঠানোরও দাবী জানানো হয় সমাবেশ থেকে। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: filistinpalestine