সুষমা স্বরাজ মারা গেছেন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৯ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে শেষ:নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির এইএমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সম্প্রতি শারিরীক অবস্থা ভাল যাচ্ছিল না তার। যে কারণে, সদ্য অনুষ্ঠিত দেশটির লোকসভা নির্বাচনে অংশ নিতে পারেননি সুষমা। তবে গতকাল হঠাৎ করেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এদিন সন্ধ্যায় জম্মু কাশ্মীর নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছিলেন সুষমা। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ দেশটির বিভিন্ন দলের নেতারা। তার মৃত্যুর খবর পাওয়ার পরপরই বিজেপি নেতা নিতীন গদকরী, রাজনাথ সিং, স্মৃতি ইরানিসহ আরো অনেকেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে ছুটে গেছেন। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: