জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

ঐশ্বর্য সাহা, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: মা-বাবার হাত ধরেই শুরু হয় শিক্ষা জীবন।কথায় আছে ‘মায়ের কোল থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেকটা মুহুর্তই কিছু না কিছু শিক্ষা পাওয়া যায়’। তবে মানুষ হিসাবে পরিচয় পেতে নিজের পায়ে দাড়াতে শিক্ষাজীবন শুরু হয় বিদ্যাপীঠ থেকেই।

দশ বছর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অতিক্রম করেই পরবর্তী ধাপে আসে শিক্ষার্থীরা। স্বপ্নপূরণের আরেকটি ধাপে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এক হয় একটি কলেজে। শিক্ষকরাও চেষ্টা করে তাদের দিনটাকে আরো স্মরনীয় ও আনন্দপূর্ণ করতে।

আজ না না আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় জীবননগর সরকারি আর্দশ মহিলা ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন ক্লাস।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব আলাউদ্দিন, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিরাজুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যাপক-অধ্যাপিকা,অফিস সহকারী, কলেজের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ শামছুল হুদা।

Comments