দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ডিবেটিং ক্লাবের ১ম আন্ত: বিতর্ক উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

ইউসুফ পিয়াস: “যুক্তির আলোয় উদ্ভাসিত হোক আগামীর সম্ভাবনা” এ স্লোগানকে সামনে রেখে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ডিবেটিং ক্লাবের আয়োজনে আজ মঙ্গলবার দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে সর্বস্থরের শিক্ষার্থীদের নিয়ে ১ম বারের মত আন্তঃক্লাস বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়৷

ক্লাব সভাপতি শেখ সাইম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ পিয়াসের সঞ্চালনায় বিতর্ক উৎসবে উপস্থিত ছিলেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ডিবেটিং ক্লাব এর প্রধান উপদেষ্টা ও দনিয়া কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সায়রা বেগম৷ ডিবেটিং ক্লাবের মডারেটর ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সমীর হোসেন৷

১ম বারের মত এ আন্ত:ক্লাস বিতর্ক উৎসবে শিক্ষার্থীদের জন্য ক্লাবের পক্ষ থেকে দুটি শো ডিবেট করেন দনিয়া কলেজ ডিবেটিং এর ন্যাশনাল পর্যায়ের বিতার্কিকগণ৷ বিষয় ভিত্তিক বিতর্কের পাশাপাশি হাস্যরসাত্মক মূলক (আমরাই সেরা) শিরোনামে আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠিত হয়৷

উৎসব শেষে ক্লাবের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মডারেটর কে সম্মাননা স্বারক তুলে দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল হান্নান মিল্টন ৷

Comments