রাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯ রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএর ৪ শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচী করে তারা। রবিবার সন্ধায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে আড্ডা দেওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীকে উত্যক্ত করে স্থানীয় বখাটেরা।এতে প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে মারধর করে। এতে আহত হয় আইবিএর ১ম বর্ষের ৪জন শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা স্থানীয়দের অত্যাচার মানি না মানব না,প্রশাসন নিরব কেন জবাব চাই,স্থানীয়দের হামলা কেন মানি না মানব না, ইত্যাদি স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন,আমরা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি স্থানীয়দের মার খাওয়ার জন্য নয়।আজকে প্রতিটা শিক্ষার্থী মারধরের শিকার।আমরা আমাদের সহপাঠীদের ওপর হামলার উপযুক্ত বিচার চাই। এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার না পেলে আরো কঠোর আন্দোলন গড়ে তুলবো। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: