সিসির পদত্যাগের দাবিতে মিসরে ফের আন্দোলন

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

ডেস্ক : গতকাল মিসরের রাজধানী কায়রোর তাহরীর স্কয়ারে দুর্নীতির অভিযোগে স্বৈরশাসক সিসির পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আন্দোলনকারীদের উপর নিরাপত্তাবাহিনী টিয়ার শেল ও ‍ বোমা নিক্ষেপ করেছেন বলেও জানা গেছে।

২০১৪ সনে সিসির ক্ষমতা দখলের পর মিসরবাসীর এটাই প্রথম আন্দোলন। দেশের অন্যান্য জায়গাতেও সিসির বিরুদ্ধে এ ধরণের আন্দোলনে মানুষকে জড়ো হতে  দেখা গেছে। তারা সিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন।

মিসরের একজন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মেদ আলী সিসিপ্রশাসনের বিরুদ্ধে সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ করে কয়েকটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি সিসিকে বিলাসবহুল আবাসিক ভবন এবং হোটেল নির্মাণে কোটি কোটি ডলার  অপচয় করেন বলে অভিযোগ করেন।

২ সেপ্টেম্বরে আপলোড করা ভিডিওতে তিনি বৃহস্পতিবারের মধ্যে সিসিকে পদত্যাগের আল্টিমেটাম দেন। অন্যথায় তিনি মিসরবাসীকে তাহরীর স্কয়ারে আন্দোলনে নামার ঘোষণা দেন।

মিসরের দ্বিতীয় বৃহত্তম নগরী আলেকজান্দ্রিয়া এবং সুয়েজেও এ ধরণের আন্দোলনের খবর পাওয়া গেছে।

সূত্র : বিবিসি

Comments