ভৈরবে মেঘনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

ভৈরবে উৎসবমূখর পরিবেশে মেঘনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ৩ টায় ভৈরবের মেঘনা নদীতে নির্মিত ত্রিবেনী সেতুর সঙ্গমস্থলে ভৈরব নৌকা বাইচ উদযাপন কমিটির আয়োজনে ও ভৈরব পৌরসভার তত্ত্বাবধানে “ভৈরব নৌকা বাইচ-২০১৯” অনুষ্ঠিত হয়।

এ নৌকা বাইচ দেখার জন্য ভৈরবসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার লক্ষাধিক মানুষ মেঘনার তীরে মিলিত হয়। প্রখর রোদ উপেক্ষা করে বিভিন্ন বয়সের নারী পুরুষ, শিশু-বৃদ্ধা নৌকা বাইচ উপভোগ করতে বেলা ২ টা বাজতেই নদীর পাড়ে ভীড় জমায়। কারও চোখে-মুখে ক্লান্তির রেশটুকু যেন নেয়। নৌকা বাইচকে ঘিরে মেঘনা নদীর পাড়ে ও সড়ক সেতুর উপরে লাখো মানুষের উপস্থিতি এক আনন্দ মেলায় পরিণত হয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পথে এ প্রতিযোগিতা দেখার জন্য উৎসাহী মানুষের উপস্থিতিতে মুখরিত হয় উঠে নদীর পাড়। নৌকা বাইচ উপভোগ করার জন্য ভৈরবের পার্শ্ববর্তী রায়পুরা, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদী, বেলাব ও শিবপুর উপজেলা থেকে প্রচুর দর্শনার্থীরা ছুটে আসেন।

উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর থেকে নৌকা বাইচে অংশগ্রহণকারী নৌকার প্রতিযোগি বাল্লারা নৌকা নিয়ে মেঘনা নদীর উপর নির্মিত রেল ও সড়ক সেতুর ভৈরব প্রান্তে আসেন। নৌকা বাইচে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার ১৮ টি নৌকা অংশ নেয়।

৩টি ইভেন্টে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হওয়া নৌকা গুলো চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর গ্রামের মো.হোসেন মিয়া মাঝির দল চ্যাম্পিয়ন হন। চ্যাম্পিয়ন দলকে একটি ষাড় গরু পুরস্কৃত করা হয়। এছাড়া ৩টি ইভেন্টে প্রথম স্হান অধিকারী বিজয়ীদের তিনটি ফ্রিজ , দ্বিতীয়স্থান বিজয়ী অধিকারী ও তৃতীয় স্থান বিজয়ীঅধিকারী কে তিনটি করে টেলিভিশন ও প্রতিযোগিতায় অংশগ্রহন কারী প্রত্যেক নৌকার মাঝিকে সান্তনা পুরস্কার হিসেবে একটি করে স্ট্যান্ড ফ্যান দেয়া হয়।

এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড ও নদী বাংলা সেন্টার পয়েন্ট ভৈরব আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড ডেপুটি ম্যানিজিং ডিরেক্টর আব্দুল মাজেদ রনী, নদী বাংলা সেন্টার পরিচালক মাহবুবুর রহমান মনির
ভৈরব প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবির,ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান প্রমুখ।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব নৌকা বাইচ উদযাপন কমিটির আহবায়ক ও পৌরসভার মেয়র এড. ফখরুল আলম আক্কাছ এবং সার্বিক পরিচালনা করেন কমিটির সদস্য সচিব হাজী মো: সেলিম খান। র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প, ভৈরব থানা ও নৌ-পুলিশ সদস্যরা আইনশৃংখলা রক্ষার দায়িত্ব পালন করেন।

Comments