বালিয়াডাঙ্গী উপজেলা কৃষকদলের সম্মেলনে ইউসুফ সভাপতি ও সা: সম্পাদক বাবু নির্বাচিত

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সম্মেলন ঊৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মো. ইউসুফ আলী (মোটরসাইকেল প্রতীক) নিয়ে ১৩৫ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দী তৌফিকুর রহমান উজ্জল ৯৪ ভোট পেয়েছেন, মো. গোলাম সারোয়ার বাবু (ছাতা প্রতীক)নিয়ে ১৩৬ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দী রবিউল ইসলাম ৭৯ ভোট পেয়েছেন ও মো. আবুল কাসেম মানিক (তালাচাবি প্রতীক) নিয়ে ১৪৫ ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দী বিপ্লব ৫৬ ভোট পেয়েছেন।

শনিবার ৭ সেপ্টেম্বর বিকাল ৪ টায় বালিয়াডাঙ্গী উপজেলার পিপলস কিন্ডার গার্ডেন স্কুল সংলগ্ন মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ যে, উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন থেকে ৩১ সদস্যের কাউন্সিলরা তাদের ভোটাধিকারের মাধ্যমে উপজেলা কৃষক দলের নেতা নির্বাচন করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি সাবেক সদর উপজেলার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হক।

প্রধানবক্তা কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও জেলা বিএনপি’র সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ড. টি.এম মাহবুবর রহমান, ঠাকুরগাঁও যুবদলের সভাপতি মহেবুল্লাহ্ আবু নুর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মো. নুরুজ্জামান নুরু প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি এ্যাড. আবেদুর রহমান।

Comments