নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে ৪৭৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২ ekushnuews24.com ekushnuews24.com প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩ নারায়ণগঞ্জে ৪৭৩ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর সদর কোম্পানীর একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়। আটককৃতরা হলেন, কাভার্ডভ্যানের চালক মনির হোসেন (২৭) ও হেলপার মোঃ রবিউল হক (৪৩)। আটকের পর তারা মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করে। নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে র্যাবের একটি টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ৪৭৩ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। র্যাব-১১ জানায়, তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা জেলা হতে ঢাকা’সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে মর্মে স্বীকারোক্তি দেয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। Comments SHARES অপরাধ বিষয়: arabর্যাবের অভিযান