বাঘারপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯

যশোর প্রতিনিধি: রোববার যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগা কাবিলপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেলের আরোহী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

এই ঘটনায় আহত মোটরসাইকেল চালকের অবস্থাও আশংকাজনক। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার নাম মুরাদ হোসেন (৪০)। তিনি বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের আমুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বেলা সাড়ে ১০টার দিকে মুরাদ হোসেন মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সামনে থেকে আসা একটি বাইসাইকেলে ধাক্কা দেয়। এই ঘটনায় দুইজন সড়কের উপর ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই মারা যান বাইসাইকেল আরোহী অজ্ঞাত ওই ব্যক্তি। আর মোটরসাইকেল আরোহী মুরাদ হোসেনকে আশংকাজনক অবস্থায় ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসাসেবা চলছে। হতাহত দুইজনের মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতাল মর্গে গিয়ে দেখা গেছে, নিহত ব্যক্তির গায়ে সাদা ফুলহাতা শার্ট ও পরনে রয়েছে নেভি ব্লু রংয়ের প্যান্ট। জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল জানান, বাঘারপাড়া থেকে মোটরসাইকেলে মুরাদ বাড়ি ফেরার পথে এই সড়ক দুর্ঘটনার সৃষ্টি হয়।

/আরএ

Comments