চুরি যাওয়া ১১২ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলো সিআইডি

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪

চুরি হয়ে যাওয়া ১১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। উদ্ধারের পর সেসব মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। গত তিন মাসে এসব ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

তিনি জানান, গত তিন মাসে ঢাকাসহ সারা দেশে হারানো ১১২টি মোবাইল উদ্ধার করেছে সিআইডি। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করেছে সিআইডির সাইবার টিম।

গত দেড় বছরে ৫০০’র অধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও এ সময় উল্লেখ করেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

এসময় দেশবাসীকে সতর্কতার পরামর্শ দেন সিআইডি প্রধান।

সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান বলেন, মোবাইল ফোনে অনেকের গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত এবং ব্যক্তিগত ছবি/ভিডিও থাকে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডিও লগইন থাকে। এসব ফোন হারিয়ে ভুক্তভোগীরা দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েন। হারানো মোবাইল থেকে ব্যক্তিগত ছবি/ভিডিও সংগ্রহ করে পরবর্তীতে ভুক্তভোগীদেরকে হুমকি ও ব্লাকমেলইও করা হয়। আমাদের সিআইডি সাইবার সক্রান্ত সকল অভিযোগ আমাদের ফেসবুকে পেইজে গ্রহণের পাশাপাশি ফোন হারানোর বিষয়টিও দেখা হয়।

এ সময় ব্যবহারকারীদের উদ্দেশে সিআইডির পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়।

পরামর্শগুলো নিম্নরূপ:

  • যাচাই-বাছাই ছাড়া পুরাতন মোবাইল ফোন ক্রয় করা হতে বিরত থাকা।
  • মোবাইল ফোনে নিজের বা পরিবারের কারো একান্ত ব্যক্তিগত ছবি/ভিডিও সংরক্ষণ করা থেকে বিরত থাকা।
  • মোবাইল ফোনে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি ও পাসওয়ার্ড সার্বক্ষণিক সেভ করে রাখা থেকে বিরত থাকা।
  • আর্থিক সেবা প্রদানকারী মোবাইল অ্যাপসে অটো লগইন এর ব্যবস্থা না রাখা।

(ঢাকাটাইমস/০৭মার্চ/এএম/এসআইএস)

Comments