ফিলিস্তিনিদের আমার লোক বললেন মিয়া খলিফা, ইসরাইলের কঠোর নিন্দা

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩

ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংঘাতে হামাসের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন সাবেক পর্ণ তারকা মিয়া খলিফা। ফিলিস্তিনকে সমর্থন করে বিশ্ব বিখ্যাত ম্যাগজিন প্লেবয় এর সাথে চুক্তিও ছিন্ন হয়েছে তার। তবে এতে আফসোস না করে প্লেবয়কে ‘ছাইপাস’ তিরস্কারই করেছেন সাবেক এই পর্ণ তারকা।

গত শনিবার হামাসের হামলা শুরুর পর ইসরাইলের পাল্টা হামলায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ফিলিস্তিন-ইসরাইলে। এ নিয়ে টুইটারে এক পোস্টে মিয়া খলিফা লিখেন, ‘আপনি যদি ফিলিস্তিনের পরিস্থিতি দেখেন এবং ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়ান, তবে আপনি ভুল পথে আছেন, বৈষম্যের পক্ষে আপনার অবস্থান এবং সময় তা প্রকাশ করবে।’

তার এই পোস্টের পর প্লেবয় ম্যাগাজিন মিয়া খলিফার সাথে চুক্তি বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়। প্লেবয়ে মিয়ার অনুসারীদের প্ল্যাটফর্ম সেন্টারফোল্ড ব্যবহারকারীদের ইমেইলে জানানো হয়, প্লেবয় আর মিয়া খলিফার সঙ্গে কাজ করবে না।

প্লেবয়ের বার্তায় বলা হয়, ‘আমাদের ক্রিয়েটর প্ল্যাটফর্মে মিয়া খলিফার প্লেবয় চ্যানেল মুছে ফেলা হয়েছে। মিয়া খলিফার সঙ্গে প্লেবয়ের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত আপনাদের জানানো হলো।’

এই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে মিয়া খলিফা লিখেন, ভিক্ষার ঝুলি নিয়ে আপনারাই বসে থাকেন। আমি শুধু নিশ্চিত করতে চাই কীভাবে আমার লোকদের (ফিলিস্তিনিদের) খোলা আকাশের কারাগারে দেয়াল ভেঙে বাড়ি থেকে বের করে দেওয়ার নির্মমতা চালানো হচ্ছে তার জন্য ফোর কে ফুটেজ রয়েছে। ইতিহাসের বইয়ের ভালো বিকল্প নেট দুনিয়ায় বিদ্যমান। তারা কীভাবে বর্ণ বৈষম্যের শিকার হচ্ছে সেগুলো দেখুন এবং চিন্তা করুন।

Comments