ইমরানের পর পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান মেহমুদ কুরেশি গ্রেফতার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩ পাকিস্তানে ইমরান খানের পর এবার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামাবাদের নিজ বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ সমর্থকদের। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। সামাজিক মাধ্যমে পিটিআই জানিয়েছে, ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশিকে আবারও অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। তাকে রাজধানীর বাসা থেকে পুলিশের একটি বড় দল তুলে নিয়ে গেছে। সংবাদমাধ্যমে ডন জানিয়েছে, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এই ঘনিষ্ঠজনকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। ‘ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণের পেছনে যুক্তরাষ্ট্রর হাত রয়েছে’ পিটিআইয়ের এই অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে জানিয়েছে ডন। গ্রেফতারের আগে ইমরানের অবর্তমানে দল পরিচালনা করছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল, পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচনে দলের চেয়ারম্যান ইমরান খান নির্বাচনে অংশ নিতে না পারলে তিনিই সামনে থেকে নেতৃত্ব দেবেন। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই রাজনীতিক। কুরেশিকে গ্রেফতারের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তোশাখানা মামলায় দুর্নীতির অভিযোগে ৩ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। তার বিরুদ্ধে অন্তত দেড়শ মামলা দেওয়া হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পর। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: ইমরান খানপাকিস্তানপিটিআইমেহমদু কোরেশি