নতুন রুটে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

বায়জিদ ফয়সাল, খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সু্বিধার জন্য নতুন রুটে বাস সার্ভিস চালু হয়েছে । মঙ্গলবার বিকেল ৫.১০ টায় বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে ডুমুরিয়ার উদ্দেশ্যে রওনার মাধ্যমে নতুন রুটে বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ডুমুরিয়া কলেজ মোড় পর্যন্ত নতুন রুট চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সহজে যাতায়াত করতে পারে এ সুবিধা নিশ্চিত করার জন্যই এই সেবা চালু করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফিতা কেটে নতুন এ রুটে বাস চলাচলের উদ্বোধন করেন। এ সময় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং সংশ্লিষ্ট পরিবহন পুলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবহন সুবিধা সম্প্রসারনে সন্তোষ প্রকাশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন আলম বলেন, আগে বাসা থেকে এসে ক্লাস করা সম্ভব ছিলনা।এখন খুব সহজেই বাসা থেকে এসে ক্লাস করতে পারবো।

উল্লেখ্য, বাসটি সকাল সাড়ে ৭ টায় ক্যাম্পাস থেকে ছেড়ে ডুমুরিয়া উপজেলা সদর হয়ে সকাল ৮-৪৫টায় ক্যাম্পাসে এসে পৌঁছাবে। খুব শীঘ্রই ফকির হাটের কাটাখালির মোড় পর্যন্ত নতুন আরও একটি রুট চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

/আরএ

Comments