ভারত কিছু বলে থাকলে সেটা নিজেদের স্বার্থে, এটা হস্তক্ষেপও নয় : ওবায়দুল কাদের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৩ ‘শেখ হাসিনা দুর্বল হলে তা আমেরিকার জন্যও ক্ষতিকর হবে, যুক্তরাষ্ট্রকে ভারতের বার্তা’ শীর্ষক কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের এমন প্রতিবেদন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আঞ্চলিক রাজনীতির বিষয়ে এ ভূখণ্ডে ভারত ও আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে। তাই ভারত আমেরিকাকে কিছু বলে থাকলে সেটা তারা তাদেও নিজেদের স্বার্থে বলেছে।’ এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় বলেও তিনি দাবি করেন। গতকাল রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরে আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির উদ্যোগে ডেঙ্গু সচেতনতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কাদের বলেন, ‘ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। পঁচাত্তরে আমরা ক্ষমতা হারিয়েছি। তখন তো ভারত আমাদের ক্ষমতায় বসিয়ে দেয়নি। ২০০১ সালে আমরা ক্ষমতা থেকে চলে গেছি। জনগণ চায়নি, আমরা সরে গেছি, সেটাই বলব এক কথায়। ষড়যন্ত্রের বিষয় তো আছেই। কিন্তু নির্বাচনের ব্যাপারটা ভারত বা কোনো বিদেশী শক্তি কাউকে ক্ষমতায় বসাবে, কাউকে ক্ষমতাচ্যুত করবে, এ নিয়ে আমার মনে হয় গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের মন্তব্য করা অশোভন।’ ওবায়দুল কাদের বলেন, ‘ভারতীয় ভ‚খÐে গিয়ে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হয়েছিলেন, সেটা কার হস্তক্ষেপ? অভিন্ন ইস্যু; আঞ্চলিক রাজনীতিতে ভারত আর আমেরিকার এ ভ‚খÐে অভিন্ন স্বার্থ আছে। তারা একে অন্যকে স্বার্থসংশ্লিষ্ট বিষয় স্মরণ করিয়ে দিতে পারে। এ পর্যন্ত ভারত একবারও বলেনি যে তারা আমাদের এখানে অমুককে চায়; অমুককে চায় না। এ ধরনের কোনো মন্তব্য আমরা ভারত থেকে পাইনি। আমরাও জানি, আমাদের ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। বিএনপি অবশ্য কারো দিকে তাকিয়ে নেই। বিএনপি তাকিয়ে আছে শুধু আমেরিকার দিকে, কখন নিষেধাজ্ঞা আসবে, কখন ভিসা নীতি আসবে।’ গণমাধ্যমকর্মীদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে অর্থ পাচার করা করেছে, এটা ধরা পড়ে গেছে। এফবিআই সাক্ষ্য দিয়েছিল। মামলায় দÐিত তাদের নেতা, পালিয়ে গেছেন লন্ডনে।’ বিএনপিকে ‘ডেঙ্গুর’ সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে চারদিক থেকেই বিপদ, নানা রকম বিপদ। আমাদের হুমকি দিচ্ছে, ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর মতো ভয়ংকর বিএনপি থেকে সাবধান। দেশের প্রধান দুই শত্রæ। এক শত্রæ বিএনপি আরেক শত্রæ ডেঙ্গু।’ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচিতে অধ্যাপক প্রাণ গোপালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। Comments SHARES রাজনীতি বিষয়: