জাবিতে প্রথম বর্ষের প্রথম ক্লাস শুরু আজ

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

আল আমীন, জাবি প্রতিনিধি: দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে শিক্ষার্থীদের ক্লাসের মধ্য ‍দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হলো আজ।

শিক্ষার্থীদের পদচারণায় মুখর হতে প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি খ্যাত বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের আবাসিক হল গুলোতে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গতকাল ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন হলে সংযুক্তি তালিকা দেরীতে প্রকাশিত হওয়ায় হলে সংযুক্ত হওয়া নিয়ে বিপাকে পড়েছেন নবীণ শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী ও অভিভাবকগন।

সংযুক্তি তালিকাটি বিকাল নাগাদ প্রকাশিত হলে বিভিন্ন হলে হলে নবীন শিক্ষার্থীদের আনাগোনা শুরু হয়। তালিকটি বিলম্বে প্রকাশ হওয়ার কারন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বলেন, তালিকা তখন পুরোপুরি প্রস্তুুত না হওয়ায় বিলম্ব হয়। পরে ৩ টার দিকে তা প্রকাশিত হয়।

প্রসঙ্গত, গত বছরের ৩০ সেপ্টেম্বর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়ে ১০ অক্টোবর (সরকারি ছুটির দিন ব্যতীত) পর্যন্ত চলে। প্রায় দুই হাজার আসনের বিপরীতে তিন লাখ ২২ হাজার ৯৪৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

/আরএ

Comments