জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে প্রক্টরসহ আহত ১০ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯ জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটছে। সংঘর্ষ থামলেও বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ও বর্তমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনার আগে, জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেল ক্যাম্পাসে তার স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে আসেন। এ সময় বর্তমান সম্পাদক চঞ্চল নেতাকর্মীদের নিয়ে রাসেলকে মারধর করে বলে অভিযোগ পাওয়া যায়। এ খবর ছড়িয়ে পড়লে রাজিবের অনুসারীরা বিভিন্ন হল থেকে অস্ত্র, লাঠি, হকিস্টিক প্রভৃতি নিয়ে বের হয়। এবং বর্তমান সাধারণ সম্পাদকের শহীদ সালাম বরকত হলে হামলা চালাতে যায়। এ সময় দুগ্রুপের মাঝে সংঘর্ষ বাঁধে। /সিএইচ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: