সৌদি আরবে মসজিদে ইফতার তহবিল সংগ্রহ ও নামাজের লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪ রমজানে পবিত্র হারাম ও মসজিদে নববীতে প্রতিদিন বিনামূল্যে ৪২ লাখ মানুষের ইফতারি বিতরণ করা হয় পবিত্র রমজানে মসজিদে ইফতার আয়োজনের জন্য তহবিল সংগ্রহ ও নামাজের লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে। খবরে বলা হয়, মসজিদে ইফতারির জন্যে ইমামদের তহবিল সংগ্রহ করতে নিষেধ করা হয়েছে। এছাড়াও নামাজের শৃঙ্খলা রক্ষায় মসজিদের অভ্যন্তরে ক্যামেরা বসিয়ে লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামিক অ্যাফায়ার্স মিনিস্ট্রি। মন্ত্রণালয় বলছে, মসজিদের অভ্যন্তর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এজন্য ইফতারির আয়োজন মসিজেদের ভিতরে না হয়ে বাইরে কোনো উন্মুক্ত স্থানে হওয়া উচিত। এছাড়া নামাজ চলাকালে ক্যামেরার মাধ্যমে লাইভ সম্প্রচারের কারণে ইমাম ও মুসুল্লিদের মনোযোগ নষ্ট হয়। সে কারণে লাইভ সম্প্রচার না করার জন্য বলা হয়েছে নির্দেশনায়। মসজিদে নববীতে ইফতারির দৃশ্য অন্যদিকে ইফতারির পর নামাজ শুরুর মধ্যখানে ১০ মিনিটের বিরতি রাখার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। এছাড়াও ইমাম সাহেবদেরকে আরও পরামর্শ দেওয়া হয়েছে যে, রমজানে মুসুল্লিদের রাতের নামাজ ও অন্যান্য ইবাদাতের সুবিধার্থে তারাবীহ ও রমজান মাসের ফজিলত তুলে ধরার সময় আলোচনা যেন দীর্ঘায়িত না করা হয়। আগামী ১১ মার্চ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র মাহে রমজান শুরু হতে পারে। রমজান মাসে বিশ্বব্যাপী মুসলিমরা দিনভর পানাহার বর্জন ও অন্যান্য নির্দেশনাবলী মেনে রোজা পালন করে থাকে। বাংলাদেশে এ বছর ১২ মার্চ থেকে রোজা শুরুর সম্ভাবনা রয়েছে। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: