ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে কবি হেনরী স্বপন

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৯

ডেস্ক: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়েরকৃত মামলায় খ্যাতনামা কবি হেনরী স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ৩টায় তার নিজ বাসভবন বরিশাল নগরীর নবগ্রাম রোডের খ্রিস্টান কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকালে আদালতে সোপর্দ করা হলে স্বপনকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় প্রথিতযশা কবি বরিশালের সন্তান হেনরী স্বপনকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করে কোতয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতকে আদালতে সোর্পদ করা হয়।

কোতোয়ালি মডেল থানার এসআই মাসুম হোসেন জানান, নগরীর উদয়ন স্কুল সংলগ্ন ক্যাথলিক চার্যের ফাদার লরেন্স ল্যাকা ডালিয়ে গোমেজের মামলায় কবি হেনরি স্বপনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ, ২০১৫ সালে বরিশালের মুক্তমনা ছয়জনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদান করা হয়। যে ঘটনায় ছয় জনের পক্ষে হেনরী স্বপন বাদী হয়ে বরিশাল কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরী করেছিলেন।

এমএম/

Comments