ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

এস এইচ শাকিল

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, পিএইচডি।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নজীর আহমদ সিমাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম সরোয়ার মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, চারুকলা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী এবং হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান শামীম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ বদরুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সমিতির সদস্যবৃন্দ ও বৃহত্তর ময়মনসিংহের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি যে ইফতার মাহফিলের আয়োজন করেছে তার সাধুবাদ জানাই। এ ধরনের আয়োজনগুলো আমাদের একত্রিত হতে, ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করে। সিয়াম সাধনার মধ্য দিয়ে তাকওয়া অর্জন করে আমরা যাতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি যে ইফতার মাহফিলের আয়োজন করেছে তার মধ্য দিয়ে আমাদের ভ্রাতৃত্ববোধের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রতিবছর এটি অব্যাহত থাকবে এবং আমরা মানুষের কল্যাণে, সহকর্মীদের কল্যাণে, এবং এই বিশ্ববিদ্যালয়ের কল্যাণে নিয়োজিত থাকবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

নজীর আহমদ সিমাব বলেন, আমাদের এই সমিতি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই, এই বন্ধন আরও দৃঢ় হোক এবং সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই উদ্যোগ আরও এগিয়ে যাবে এবং দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয় এবং সমিতি, দেশ ও মানবজাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

Comments