ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির ইফতার ও দোয়া মাহফিল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৫ নিজস্ব প্রতিবেদক ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ (সোমবার) রাজধানীর অফিসার্স ক্লাবে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সমিতির মহাসচিব অতিরিক্ত সচিব (কৃষি) নাসির-উদ-দৌলা। আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও সমিতির সহ-সভাপতি দিলদার আহমেদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান সম্রাট, সাবেক সচিব (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়) ও হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (HBFC) এর চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম, অতিরিক্ত সচিব (নৌপরিবহন মন্ত্রণালয়) দেলোয়ারা বেগম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, উপসচিব (শিক্ষা মন্ত্রণালয়) মো. আলতাফ হোসেন, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), সমিতির সাবেক জৈষ্ঠ সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো: ইউসুফ, সমিতির যুগ্ম মহাসচিব-১ মামুনুর রশীদ, যুগ্ম মহাসচিব প্রফেসর আকবর আলী সিরাজী, যুগ্ম মহাসচিব মো. জুবায়ের ইবনে সালেহ, সহ-সভাপতি মাহমুদ আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান হিটলার, অর্থ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, উপদেষ্টা কমিটির সদস্য এস এম আব্দুল জলিল, আজীবন সদস্য ইকরামুল বিল্লাল সওদাগর, আজীবন সদস্য ইমামুর রশীদ বিল্লাল, ময়মনসিংহ জেলা সমিতির এসডি হুমায়ুন, কিশোরগঞ্জ জেলা সমিতির মহাসচিব তোফায়েল কবির খান, হিমালয় গ্রুপের এমডি মিজানুর রহমান, প্রকৌশলী এশারফ হোসেন, অ্যাডভোকেট খলিলুর রহমান, মাওলানা জহুরুল ইসলাম, রাশেদ বিন রাজ্জাক লোচন, সুলতান মাসুদুজ্জামান, রেজাউল ইসলাম রেজু, মেহেদী হাসান, খালিদ রহমান খুশবুসহ ঢাকায় অবস্থানরত বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমিতির সভাপতি আব্দুস সালাম তাঁর বক্তব্যে বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন ও ঐক্যের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতি আজ যে ইফতার মাহফিলের আয়োজন করেছে, তা শুধু একটি সাধারণ আয়োজন নয়, বরং এটি ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই সমিতি দীর্ঘদিন ধরে বৃহত্তর ময়মনসিংহের মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে। সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্বের মাস। এটি আমাদের শেখায় একে অপরের পাশে দাঁড়াতে, মানবিক গুণাবলী বিকাশ করতে ও সামাজিক বন্ধন দৃঢ় করতে। এই ইফতার মাহফিল শুধু ধর্মীয় ভাবগাম্ভীর্যের অংশ নয়, বরং এটি বৃহত্তর ময়মনসিংহের মানুষের পারস্পরিক সংযোগ ও ঐক্যকে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আমরা যেন এভাবে একত্রিত হতে পারি এবং সমাজের কল্যাণে কাজ করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। ইফতার মাহফিলে আগত অতিথিরা পরস্পরের সাথে কুশল বিনিময় করেন এবং বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। ইফতারের আগে সিয়াম সাধনার গুরুত্ব সম্পর্কে আলোচনা এবং সমিতি, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়। Comments SHARES বিশেষ প্রতিবেদন বিষয়: ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির ইফতার ও দোয়া মাহফিল