‘গুগলের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিষ্ঠাতাদের স্মৃতিচারণ’

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩
দুই ‘জি’ অক্ষরের মাঝে ২৫ লিখে পচিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর ডুডল বানিয়েছে গুগল

আজ ২৭ সেপ্টেম্বর গুগলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে গুগলের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এ উপলক্ষ্যে গুগল তাদের সার্চ ইঞ্জিনে ডুডল এনে জানান দিয়েছে। গুগলের ডুডল আর্কাইভে প্রকাশ করা হয়েছে স্মৃতিচারণমূলক বিশেষ বিবৃতিও।

গুগলের ডুডল স্মৃতিচারণে বলা হয়, নব্বইয়ের দশকের শেষের দিকে সৌভাগ্যবশত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স প্রোগ্রামে ডক্টরাল ছাত্র সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ এর সাক্ষাত হয়। বিশ্বব্যাপী ওয়েবকে আরো অ্যাক্সেসযোগ্য করে তুলতে নিজেদের ভাবনা শেয়ার করেছে। তারা খুব দ্রুত শিখেছে এবং উন্নতি করেছে। কঠোর ও অক্লান্ত পরিশ্রম করেছে। একটি গ্যারেজ ভাড়া করে তারা প্রথম অফিস চালু করে। সেই দিনটি ছিলো গুগলের (Google Inc.) আনুষ্ঠানিক জন্ম।

১৯৯৮ সাল থেকে অনেক কিছু পরিবর্তিত হয়েছে — কিন্তু আজকের ডুডলে দেখা আমাদের লোগো সহ — কিন্তু মিশন একই রয়ে গেছে। বিশ্বের তথ্য সংগঠিত করা এবং এটি সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য এবং দরকারী করে তোলা৷ সারা বিশ্ব থেকে কোটি কোটি মানুষ অনুসন্ধান, সংযোগ, কাজ, খেলা এবং আরো অনেক কিছুর জন্য Google ব্যবহার করে!

গত ২৫ বছর ধরে আমাদের সাথে বিকশিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

/এসএস/একুশনিউজ/

Comments