অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণে কাজ করছে যারা একুশ নিউজ ২৪ ডটকম একুশ নিউজ ২৪ ডটকম প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনী যোগ দেয় রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র্যাব ও বিজিবি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আইএসপিআর বলেছে, আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দল। বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। ঘটনাস্থলে র্যাবের ঢাকার ব্যাটালিয়নগুলো থেকে ১২টি টহল দল ও সাদাপোশাকে পাঁচটি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১২ প্লাটুন বিজিবি কাজ করছে। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। আশপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ঢাকা নিউ সুপার মার্কেটের আগুনে প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়েছে। ধোঁয়া কুণ্ডলী আকারে ছড়িয়ে পড়ছে। আগুন ওই ভবনের তৃতীয় তলার পুরো অংশে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। /এসআর/ Comments SHARES Uncategorized বিষয়: অগ্নিকাণ্ডআগুননিউ সুপার মার্কেট