খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: প্রতিক বরাদ্দ না দেওয়া নিয়ে করা এক রিট আবেদনের শুনানি শেষে খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন আগামী ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (২৭ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট দায়ের করেন শাহনেওয়াজ হোসাইন জোয়ার্দার। রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী আরিফ মঈনুদ্দিন চৌধুরী।

আরিফ মঈনুদ্দিন চৌধুরী জানান, শাহনেওয়াজ হোসাইনকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দ না দিয়ে মোস্তফা সারোয়ারকে দেওয়া হয়। এ বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে আপিল করলেও তিনি তা নিষ্পত্তি করেননি। তার এ নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টে রিট করা হয়।

আজ আদালত রুল জারি ও নির্বাচন ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করে শাহনেওয়াজের আপিল ৩ এপিলের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাচনে ভোটগ্রহণের জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য ছিলো।

/আরএ

Comments