মধুর ক্যান্টিনে ছাত্রদল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ঢাবি প্রতিনিধি: ডাকসু নির্বাচনকে সামনে রেখে সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা বাড়াতে দীর্ঘ ৯ বছর পর মধুর ক্যান্টিনে এসেছে ছাত্রদল। সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে মধুর ক্যান্টিনে এসেছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার বেলা পৌনে এগারোটায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকের নেতৃেত্বে প্রায় ৩০ জন ছাত্রদলের নেতাকর্মী মধুর ক্যান্টিনে আসে। তার আগেই মধুর ক্যান্টিনে হাজার খানেক নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। নিজেদের নেতাকর্মীদের নিয়ে এসময় মধুর ক্যান্টিনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ বামজোটের নেতাকর্মীরা। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল ছাত্র সংগঠনের নেতাদের সাথে কুশল বিনিময় করেন। পরে তারা তাদের কর্মীদের নিয়ে ছাত্রলীগের পাশের টেবিলেই বসেন। এসময় বিভিন্ন হলের হাজার খানেক ছাত্রলীগ কর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে মধুর ক্যান্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবশে বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল সভাপতি রাজিব আহসান । তিনি আরও বলেন, সব দাবি মানা হলে ভোটে থাকবে ছাত্রদল। /আইকে Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: