‘থিংক বি পজেটিভ, চেইঞ্জ আওয়ার মেন্টালিটি’

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

এম.এম. মাইদুল হাসান সিয়াম

সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাজ কে যে বা যারা বিকৃত করছেন, নানান ভাবে ইডিট করে নিজেকে পপুলার বানানোর ব্যর্থ প্রয়াসে নিজের মেধা কে বিবেকহীন কাজে অপচয় করছেন। এটা কোনো সুস্থ বিবেকসম্পন্ন মানুষের কাজ হতে পারে না। এটা কোনো ছাত্রের নৈতিকতা হতে পারে না।

আপনি হয়তো রাজনৈতিক কিংবা বেক্তিকেন্দ্রীক প্রতিহিংসায় কাজটি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কে ছোট করার ব্যর্থ চেষ্টা করছেন, কিন্তু আদৌ কি পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কে ছোট করতে?? পারবে ন না! এটা সম্ভবও নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মাথা উঁচু করেই থাকবে, আপনি পারবেন না মাথা উঁচু করে চলতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মিশে আছে লক্ষ-কোটি ছাত্রের আবেগ, ভালবাসা, স্বপ্ন, আকাঙ্ক্ষা। আপনার মতো দুষ্ট মানুষের কুচরিত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিঁটেফোটাও ক্ষতি হবে না। বরং আপনি আঘাত করেছেন লক্ষ-কোটি ছাত্রের আবেগ ভালবাসায়।

আসুন এমন চিন্তাধারা থেকে নিজেকে বেড়িয়ে নিয়ে আসি। নিজেকে বদলাতে শিখি, সমাজ বদলে যাবে। নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলি, দেশকে ভালবাসি। দেখবেন মানুষ আপনাকে গ্রহন করে বুকে টেনে নিবে।

বি.বি.এ. অনার্স, হিসাববিজ্ঞান বিভাগ (অধ্যায়নরত)

/আরএ

Comments