ইয়েমেনে সৌদি হামলা; পাল্টা আঘাতে ড্রোন ভূপাতিত

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৯

একুশে ডেস্ক: ইয়েমেনের সেনাবাহিনীর পাল্টা হামলায় সৌদি আরবের আরও একটি ড্রোন ভূপাতিত হয়েছে। গতকাল (শুক্রবার) ইয়েমেনে সীমান্তের কাছে সৌদি আরবের জিযান প্রদেশে ড্রোনটি ভূপাতিত হয়েছে। খবর পার্সটুডের।

এটি ইয়েমেনের সীমান্ত এলাকায় নজরদারি করছিল বলে ইয়েমেনের সামরিক সূত্রগুলো আজ জানিয়েছে।

এদিকে, ইয়েমেনের ইমরান প্রদেশে একটি গ্রামে সৌদি বিমান হামলায় দুই মহিলা নিহত ও এক শিশু আহত হয়েছে। তবে জিযানে সৌদি জোটের একটি বড় ধরণের হামলা আজ প্রতিহত করা হয়েছে।

ইয়েমেনের আনসারুল্লাহ জানিয়েছে, জিযান সীমান্ত দিয়ে ইয়েমেনের ভেতরে ব্যাপক হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ইয়েমেনিদের পাল্টা হামলায় আগ্রাসী সেনারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

ইয়েমেনিদের হামলায় তারা নিজেদের নিয়ন্ত্রণে থাকা উঁচু টিলা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইয়েমেনের সেনাবাহিনীকে সহযোগিতার জন্য সেদেশের বিভিন্ন শ্রেশি-পেশার মানুষের অংশগ্রহণে যে গণবাহিনী গড়ে উঠেছে তার নাম হচ্ছে আনসারুল্লাহ।

ইয়েমেনের পদত্যাগী ও পলাতক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র ওই দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি আরব।

এতে সার্বিক সমর্থন ও সহযোগিতা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং আমেরিকার মিত্র দেশগুলো।

/এফএফ

Comments