কুবি উপাচার্যের পঞ্চপ্রহর প্রকাশনা উৎসব নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯ কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাহিত্যিক ইমরান চৌধুরীর উপন্যাস সংকলন ‘পঞ্চপ্রহর’র প্রকাশনা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও জয়কলি প্রকাশনের যৌথ উদ্যোগে কুবি মুক্তমঞ্চে প্রকাশনা উৎসবটির আয়োজন করা হবে। বই প্রকাশনার পাশাপাশি উৎসবে সামাজিক পুঁজি (সোশ্যাল ক্যাপিটাল) বিষয়ের উপর একক বক্তৃতা করবেন সমাজতাত্ত্বিক মো. মনোয়ারুল হক। উৎসবের আয়োজক জয়কলির উপদেষ্টা রায়হান রাজীব বলেন, তরুণ প্রজন্মকে বই কেন্দ্রিক হিসেবে গড়ে তুলতে জয়কলি প্রকাশন সবসময় এ ধরণের আয়োজনকে উৎসাহিত করে। যাতে বই পড়ে, বইকে মনে ধারণ করে পাঠকের আত্মার উন্নয়ন ঘটে। একক বক্তৃতার বিষয় সামাজিক পুঁজি নিয়ে অপর আয়োজক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শামসুজ্জামান মিলকী বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার জায়গা হিসেবে এখানে সমাজ নিয়ে পড়াশোনার জায়গাটা সবারই থাকে। সে জায়গা থেকে এই একক আলোচনায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অংশগ্রহণ থাকবে। এ প্রকাশনা উৎসবে একক বক্তৃতার আলোচক মো: মনোয়ারুল হকের সৌজন্যে লটারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৫০০ বই বিনামূল্যে বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী সাহিত্য জগতে ইমরান চৌধুরী হিসেবেই পরিচিত হয়ে আসছেন। /আইকে Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: