প্রধান বিচারপতিকে তরবারি উপহার : কোন আইনে প্রশ্ন রিজভীর

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ দেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তরবারি উপহার দিয়েছেন। এ ঘটনাটি নজিরবিহীন উল্লেখ করে এতে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের দেশে ১৮৭৮ সালের অস্ত্র আইন অনুযায়ী কোনো অস্ত্রদাতা বা গ্রহীতা যদি অস্ত্র দেয়- যিনি দেবেন এবং যিনি গ্রহণ করবেন তাদের সাজা হবে। আমরা কয়েকদিন আগে দেখলাম, মহানগর গোয়েন্দা বিভাগের যিনি প্রধান তিনি তরবারি দিচ্ছেন দেশের যিনি আইনের অভিভাবক সেই প্রধান বিচারপতিকে। এই যে তরবারি দিয়েছেন, তার কি কোনো লাইসেন্স আছে? শনিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী … Continue reading প্রধান বিচারপতিকে তরবারি উপহার : কোন আইনে প্রশ্ন রিজভীর