টেকসই সোসাইটি প্রতিষ্ঠায় ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

ঢাকাস্থ চাঁদপুর ফোরাম এর উদ্যোগে সেতুবন্ধন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিএমএ মিলনায়তনে এ সেতুবন্ধন সভা অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ চাঁদপুরের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকাস্থ চাঁদপুর ফোরামের আহ্বায়ক মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, এফবিসিসিআই সদস্য এম এস মোস্তফা কামাল, দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, বিডি সমাচার ২৪ ডটকমের সম্পাদক মহসিন হোসেন, বিশিষ্ট সংগঠক মাসউদুর রহমান, এহতেশামুল হক সাখী, মুফতি সাব্বির আহমদ, ঢাকা ওয়াসার ইন্সপেক্টর শাহ পরান, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, শাহাদাত প্রকাশনী সত্ত্বাধীকারী শাহাদাত হোসেন প্রধানীয়া, সাংবাদিক মো. সাইফুদ্দিন, সালাউদ্দিন খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ঢাকায় বসবাসকারী চাঁদপুর জেলার নাগরিকদের মধ্যে আদর্শ সমাজ গঠনে একতা, সেতুবন্ধন, সোহার্দ্য, ভ্রাতৃত্ববোধ স্থাপন, সামাজিক সম্প্রীতি ও বাঙালিয়ানা সংস্কৃতির মাধ্যমে অপরাপর সহযোগী হওয়ার মধ্যে দিয়ে একটি টেকসই, মজবুত, ঐক্যবদ্ধ সোসাইটি প্রতিষ্ঠা করতে কাজ করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, চাঁদপুরের সামাজি,সাংস্কৃতিক, অবকাঠামো উন্নয়নে ও বেকারত্ব,মাদক দূরীকরণে গঠনমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আগামীতে যথাযথ ভুমিকা রাখবে ঢাকাস্থ চাঁদপুর ফোরাম। চাঁদপুরের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন ফোরামের এই নেতৃবৃন্দরা।

Comments