গরিবের বনরুটির বাজেট নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৯ সালাহ্ উদ্দীন পল্লব ; হেলু মামু? ঘুম থিকা উঠছেন? : হুমমম, উমমম… কে চামামা? বলো…। : আম্নের লিগা টেকামুন্ত্রী বাজেট কইছে! এইবার তো আম্নের পুরাই কাম সারছে! : কেন কী হয়েছে? : চিনির দাম বাড়াইছে, আম্নের পায়েস চা খাওন কম্বো অখন। ১২ টেকার শলার দামও বাড়াইবো কইছে! : হুম, শুনেছি। : আরে আরো আছে মিয়া! আম্নে যে এইবার সত্যি সত্যি লেপটপ কিইন্যা ট্যাক্স কিছু কমাইন্যার চিন্তা করছিলেন, অইডাও শ্যাষ! : এতো খুশি হচ্ছো কেন? : এই বাজেটে আমাগো গরিবের খুব উপকার হইছে। রুটি, বনরুটির দাম কমাইছে! আর আম্নেরা যারা মইধ্যম শ্রেণি হেগো পিছ দিয়া ওয়াসার পাইপ! হা হা হা হা…! : মজা নিচ্ছো? : মজা লমু ক্যান? দেশে আম্নেগো গ্রুপটাই সব থিকা বড়, এর লাইগা আম্নেগো থিকা কামাইও সরকারের বড়। আম্নেরাই বেশি প্রেম, ভালোবাসা করেন, আম্নেরাই বেশি খাওয়া খাইদ্য করেন, আম্নেগো জিব্বা এত্তো বড় হইছে যে, ট্যাক্স বসাইয়া সাইজে আনোন লাগতাছে! : ঘুম থেকে উঠিয়ে কি সব যাঁ-তা বলছো? ফোন রাখো তো…। : লন ফুন রাইখা দিতাছি। আম্নে তো লগে যে গেজাইলাম এর লাইগা আমার ১২ ট্যাকা ট্যাক্স আইছে! দুকানে আইসা দিয়া যাইয়েন…। এমএম/ Comments SHARES জাতীয় বিষয়: বাজেট