অমর একুশে গ্রন্থমেলা ১৯’

পর্দা নামলো অমর একুশে গ্রন্থমেলার

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৯

বইমেলা সংবাদ: শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা- ২০১৯। বইপ্রেমী ও প্রকাশকদের দাবির মুখে ও প্রধানমন্ত্রীর নির্দেশে বইমেলার সময় ২ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিলো। শনিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া মেলা চলে রাত ৯টা পর্যন্ত।

এবারের বৃষ্টিসহ বৈরী আবহাওয়া বইমেলায় প্রকাশক-লেখকদে বিপাকে পড়েছেন বেশি। এর আগে বৃহস্পতিবার ছিলো মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন। সেদিনও ছিলো মেঘলা আকাশ। প্রকাশকরা আবেদন জানায় মেলাল সময় বাড়ানো হোক। পরে সন্ধা গ্রন্থমেলার মূল মঞ্চে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের ভাষণে মেলা বাড়ানোর ঘোষণা দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে বইমেলা ২০১৯ এর উদ্বোধন করেন। এবারের মেলার স্লোগান ছিল ‘৫২ থেকে ৭১, ৭১ থেকে ১৯-নবপর্যায়’। মেলায় এবার ৪৯৯টি প্রতিষ্ঠানের ৭৭০টি স্টল অংশ নেয়। এ বছর বাংলা একাডেমি ৩ লাখ বর্গফুটের ওপর মেলার আয়োজন করে।

বাংলা একাডেমি সূত্র জানায়, এবারের বইমেলায় নতুন বই এসেছে ৪ হাজার ৬৮৫টি। এ বছরই প্রথমবারের মতো ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০১৯’ প্রদান করে বাংলা একাডেমি। এবারের জসীমউদদীন সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ।

এ বছর বাংলা একাডেমি ২ কোটি ১৫ লাখ টাকার বই বিক্রি করেছে। স্টল মালিকদের তথ্য অনুযায়ী এ বছর মেলায় গত বছরের তুলনায় আনুমানিক ১০ শতাংশ বিক্রি বেশি হয়েছে, যা গত বছর হয়েছিলো ৭০ কোটি ৫০ লাখ টাকা।

/আরএ

Comments