আগুন ও সালমার নতুন গান ‘আমি তোমারে হাড়ালে মরিবো’ এর শুভমুক্তি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫ কণ্ঠশিল্পি আগুন ও সালমার নতুন গান ‘আমি তোমারে হাড়ালে মরিবো’ এর শুভমুক্তি হয়েছে। ৬ ফেব্রুয়ারি রাজধানী মগবাজারে এট দ্য টেবিল রেস্টুরেন্টে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই গানের শুভমুক্তি হয়। গানটির লেখক ও সুরকার এ আর রাজ। সংগীত আয়োজক মো. ইউনুছুর রহমান মুকুল। গানটি প্রকাশ হয়েছে মিডিয়া ভয়েজ লেবেল এ। পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ভাইস চেয়াম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান (শাশ্বত মনির) এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, পরিচালক বদিউল আমল খোকন, পরিচালক দেবাশীষ সরকার, সংগীত পরিচালক মুশফিক লিটু, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, ব্যবসায়ী আব্দুর রশিদ খান, তাপস চক্রবর্তী, কণ্ঠশিল্পি সাজ্জাদ ফাতেমী, এফ এ সুমন, তসিবা, এম আই মিঠু, কৌতুক অভিনেতা উত্তম অধিকারী, গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ, সংগীত পরিচালক এস. এম. কারীমসহ প্রমুখ। মিল্টন খন্দকার বলেন, গান শুধু শব্দ আর সুরের মিশ্রণ নয়, এটি অনুভূতির প্রকাশ, হৃদয়ের ভাষা। গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করিছি গানটি মানুষের কাছেও গ্রহণযোগ্যতা পাবে। বদিউল আমল খোকন বলেন, বর্তমান সংগীত শিল্পে যে অধপতন ঘটেছে তা থেকে উত্তরণের জন্য এইসব গানের কোন বিকল্প নেই। আলিমুল্লাহ খোকন বলেন, সংগীত শিল্পকে বাঁচিয়ে রাখতে চাইলে এসব গানের খুব প্রয়োজন। শাশ্বত মনির বলেন, গান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি কখনো আনন্দ দেয়, কখনো সান্ত্বনা, আবার কখনো জীবনের নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করে। বর্তমানে গানের যে বেহাল দশা তাই এসব গান খুবই প্রয়োজনীয়। আমি এই গানের সফলতা কামনা করছি। এফ এ সুমন বলেন, গান শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আত্মার খোরাক ও অনুভূতির প্রকাশ। গান আমাদের হাসায়, কাঁদায়, অনুপ্রাণিত করে, এমনকি জীবনের কঠিন মুহূর্তেও সঙ্গ দেয়। আমাদের উচিত সমৃদ্ধ গান রচিত করা। আগুন বলেন, এই গান যদি আপামর জনতার কান পর্যন্ত না পৌছানো যায় তবে গানটির স্বার্থকতা বিঘ্নিত হবে। গানটি ব্যাপক প্রচারের মাধ্যমে মানুষের মনে জায়গা জায়গা করে নিতে পারলেই এই গানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে বলে আমি মনে করি। সালমা বলেন, গানটির মাঝে একটি আধ্যাত্নিক অনুভূতি রয়েছে। কেবল মাত্র অন্তর দিয়েই তা অনুধাবন করা সম্ভব। আমি যতগুলো গান গেয়েছি তার মধ্যে এটি অনন্য। এমন একটি গান গাইতে পরে আমি খুবই আনন্দিত। এ আর রাজ বলেন, এই গানটি আমার দীর্ঘ পরিশ্রমের ফল। আজ গানটির শুভমুক্তির মধ্য দিয়ে আমার পরিশ্রম স্বার্থক হয়েছে। তবে গানটি যদি সংগীত প্রিয় মানুষের মাঝে পৌছে দিতে না পারি তাহলে আমার স্বার্থকতা শূণ্য। আমি মনে করি গানটি মানুষের হৃদয় ছুয়ে যাবে। এমন একটি গানের শুভমুক্তিতে আমি খুবই আনন্দিত। Comments SHARES একুশে বইমেলা বিষয়: আগুন ও সালমার নতুন গান ‘আমি তোমারে হাড়ালে মরিবো’ এর শুভমুক্তি