অধ্যাপক পদে পদোন্নতি পেলেন বিএসএমএমইউ নিউরোলজি বিভাগের ডা. আহসান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২২ একুশ প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. আহসান হাবিব হেলাল। বৃহস্পতিবার (১১ আগস্ট) ডা. আহসান হাবিবের হাতে পদোন্নতিপত্র তুলে দেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। এর আগে তিনি একই বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। পদোন্নতিপত্র হাতে পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ডা. আহসান হাবিব হেলাল বলেন, যখন আশার চেয়েও বেশি পাওয়া যায় তখন ভাষা হারিয়ে যায়। আজ আমি শ্রদ্ধার সাথে আমার প্রয়াত বাবা-মা’র কথা স্মরণ করছি। আমি মেডিকেলে ভর্তির পর আব্বা খুশিতে থালা-চামুচকে ঢোল বানিয়ে আনন্দ প্রকাশ করছিলেন। আব্বা বেঁচে থাকলে এধরনেরই আনন্দ করতেন। শিক্ষার্থী ও সহকর্মীরা ডা. আহসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এছাড়াও এসময় তিনি নিজের ভাই-বোন, সহকর্মী ও স্ত্রী সন্তান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় বিএসএমএমইউ উপাচার্য সহ অন্যান্যের মধ্যে নিউরোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডা. রিজভি আবু নাসের, বিভাগের অন্যান্য সহকর্মী, রেসিডেন্টও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। /এসএস/একুশনিউজ/ Comments SHARES স্বাস্থ্য বিষয়: অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদডা. আহসান হাবিব হেলালবিএসএমএমইউ