৫৭ ধারায় তসলিমা নাসরিনের বিরুদ্ধে মামলা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮ স্টাফ রিপোর্টার : নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ‘ধর্ষকের কাছে নারীর কোন ধর্ম নেই’ শীর্ষক একটি কলাম লিখে আবারও সমালোচিত হলেন । এজন্য তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে মানিক আলবাইনাস ও দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক মাহবুব আলম রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর-৩৬। মামলায় তসলিমা নাসরিনসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- নারী বিষয়ক অনলাইন পোর্টাল উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর, সুস্মিতা শিমসি ও লীনা হক। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্লা একুশনিউজ জানান, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় তসলিমা নাসরিনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদীপক্ষের আইনজীবী হুজ্জাতুল ইসলাম বলেন, ‘ইসলাম অবমাননামূলক লেখা ইন্টারনেটে প্রকাশ করায় তসলিমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা হয়েছে।’ #একুশ নিউজ/এএইচ Comments SHARES শীর্ষনিউজ বিষয়: