৫২২ রানে ইনিংস ঘোষণা; ২১৯ রানে অপরাজিত মুশফিক

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

মারুফ মুনির, একুশ প্রতিবেদক: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর মিরপুরে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

প্রথম দিনে দলীয় ২৬ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মমিনুল হক এবং মুশফিকুর রহিম।

প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নেন দু‘জন। মমিনুল ১৬১ রান করে আউট হলেও অপরাজিত থেকে যান মুশফিক।

দ্বিতীয় দিনে খেলতে নেমে সেঞ্চুরি ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন মুশফিক। অপরাজিত থাকেন ২১৮ রানে।

মমিনুলের বিদায়ের পর মাহমুদ উল্লাহর ৩৬ এবং মিরাজের ৬৮ রান দলীয় স্কোর বড় হতে জোরালো ভুমিকা রাখে।

দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ।

জিম্বাবুয়ের হয়ে কাইল জারভিস নেন ৫ উইকেট। চাতারা এবং ত্রিপান্ন নেন ১টি করে উইকেট।

/আরএ

Comments