সৌদি আরবে চলতি মাসেই চালু হচ্ছে সিনেমা হল

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

মারুফ মুনির, আন্তর্জাতিক:  প্রায় ৩৫ বছর পরে সৌদি আরবে চলতি মাসেই চালু হচ্ছে সিনেমা হল। ১৮ এপ্রিল প্রথম রিয়াদে সিনেমা হলটি চালু হবে। খবর সৌদি গেজেট।

জানা যায়, আমেরিকার থিয়েটার কোম্পানী ‘চেন এএমসি’ আগামী পাঁচ বছরের মধ্যে সৌদি আরবে ৪০টি সিনেমা হল খোলার সুযোগ পেয়েছে। সৌদি আরবের ১৫টি শহর জুড়ে তৈরি হবে এই সিনেমা হল।

সৌদি আরবের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয় সুত্রে সৌদি গেজেট জানায়, বুধবার মার্কিন সংস্থা এএমসিকে প্রথম সিনেমা হল খোলার লাইসেন্সটি দেওয়া হয়েছে। ১৮ এপ্রিল রিয়াদে প্রথম সিনেমা হলটি খোলা হবে।

দেশের সাংস্কৃতিক ও সামাজিক সংস্কারের লক্ষ্যে গত বছরই ‘ভিশন ২০৩০’ প্রকল্পটি শুরু করেছিলেন সৌদি আরবের যুবরাজ মুহম্মদ বিন সালমান। যার অন্যতম উদ্দেশ্যই ছিল দেশে বিনোদনের হাল ফেরানো।

সৌদি গেজেটের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ২০৩০ সালের মধ্যে প্রায় ৩৫০ সিনেমা হল খোলা হবে দেশ জুড়ে। সে ক্ষেত্রে মুভিস্ক্রিনের সংখ্যা দাড়াবে ২,৫০০টি। এর ফলে প্রায় ৩০,০০০ লোকের কর্মসংস্থান করা সম্ভব হবে বলে মনে করছে সৌদি সরকার।

তেল উৎপাদন এবং রফতানির উপর নির্ভর অর্থনীতির দেশ সৌদি আরবের অর্থনৈতিক চেহারা বদলানোর অংশ হিসেবেই যুবরাজ সালমানের ঘোষিত ভিষণ অনুযায়ী সিনেমা হল খোলার এই প্রয়াস।

সৌদি সরকারের দাবি প্রতিবছর প্রায় দুই হাজার কোটি ডলার দেশের বাইরে চলে যায় শুধুমাত্র নাগরিকদের বিদেশে সিনেমা দেখতে যাওয়ায়।দেশের টাকা দেশে রাখতে তাই সিনেমা হল খোলার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

হলিউড থেকে লগ্নি টানতে চলতি সপ্তাহেই লস অ্যাঞ্জেলেস গিয়েছিলেন যুবরাজ। সব ঠিক থাকলে মে মাসে কান ফিল্ম ফেস্টিভালেই নিজেদের প্রথম ফিল্ম এজেন্সির উদ্বোধন করতে চলেছে সৌদি আরব।

উল্লেখ্য, ষাটের দশকের শেষের দিকে ধর্মীনেতাদের দাবি মেনে ধর্মীয় অনুশাসন বিরোধী হওয়ায় সৌদি আরবে শুধুমাত্র একটি সিনেমা হল চালু রেখে বাকী সমস্ত সিনেমা হল বন্ধ করে দেয়া হয়েছিলো। চালু হলটিতে শিক্ষামূলক ছবি দেখানো হতো।

/আরএ

Comments