সুযোগ পেলেই লোকে অজি ক্রিকেটকে লাথি মারতে চায়: ওয়ার্ন

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

স্পোর্টস নিউজ : জয়পুরে এক সংবাদ সম্মেলনে ৪৮ বছর বয়সী স্পিন মহাতারকা শেন ওয়ার্ন, স্মিথ-ওয়ার্নার-বেনক্রাফটদের বল টেম্পারিং কেলেঙ্কারি ইস্যুতে মুখ খুললেন। বাংলার প্রবাদ বাক্য ‘হাতি পাঁকে পড়লে ছুঁচোও লাথি মারে’ কথাটিকে নিজের ভাষায় বললেন সাবেক এই অজি খেলোয়াড়। স্মিথ-ওয়ার্নার-বেনক্রাফটদের বল টেম্পারিং কেলেঙ্কারি ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটে যখন বিপদের মুহূর্ত আসে, তখন প্রতিপক্ষ দলগুলো সুযোগ বুঝে লাথি মারতে চায়! একই সঙ্গে তিনি বল টেম্পরিংয়ের ঘটনায় নিন্দা জানান।

শনিবার থেকে শুরু হতে চলা আইপিএলের একাদশ আসরে রাজস্থান রয়্যালসের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়ার্ন। জয়পুরের ওই সংবাদ সম্মেলনে ৪৮ বছর বয়সী এই ঘূর্ণি জাদুকর বলেন, ‘আমি খুবই হতাশ যে আমাদের ক্রিকেটাররা প্রতিপক্ষ দলগুলোকে কথা বলার সুযোগ করে দিয়েছে। এখন তারা কোনো কারণ ছাড়াই অজি ক্রিকেটকে নিয়ে বিদ্রুপ করবে। এমনিতেই লোকে সুযোগ পেলে অজি ক্রিকেটকে লাথি মারতে চায়।’

তিনি আরও বলেন, ‘যারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তারা নিশ্চয়ই চাইবে না অজিরা এভাবে খেলে যাক। তারা এটাও বুঝতে চাইবে না যে, এক-দুজন ক্রিকেটার দিয়ে গোটা দলকে বা দেশকে বিবেচনা করা ঠিক নয়।’

উল্লেখ্য, কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে স্মিথ-ওয়ার্নারকে ১ বছর করে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর বেনক্রাফটকে নিষিদ্ধ করা হয়েছে ৯ মাস। তারা সবাই এই সাজা মেনে নিয়েছেন। ঘটনাটিকে উদাহারণ হিসেবে দেখার আবেদন জানিয়ে ওয়ার্ন বলেন, ‘আশা করি এই ঘটনা থেকে বাকী দলগুলোও নিজেদের খেলোয়াড়দের ব্যাপারে সতর্ক হবে। যদি তারা সত্যিই ক্রিকেট খেলতে চায়, তবে সোজা পথেই খেলতে হবে।’

/এসআর

Comments